নকশালবাড়ি, ৯ জুলাইঃ ভোট পরবর্তী হিংসা রুখতে নকশালবাড়িতে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় চিন্তায় নকশালবাড়ি হিন্দি হাইস্কুল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, গত ২১জুন থেকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে স্কুলে।স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ৪দিনের নাম করে ১৮ দিন কেটে গেলেও বিকল্প ব্যবস্থা করা হয়নি।গোটা ঘটনায় ইতিমধ্যে নকশালবাড়ি থানায় চিঠি দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।কেন্দ্রীয় বাহিনীর জেরে একাদশ শ্রেণীর অনেকেই ভর্তি হতে পারেনি বলেও অভিযোগ প্রধান শিক্ষক দমন কান্ত মিশ্রার।এদিকে আগামী বৃহস্পতিবার স্কুল খুলবে।তা নিয়ে চিন্তায় রয়েছে স্কুল কর্তৃপক্ষ।
তবে এই বিষয়ে দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীন প্রকাশ টেলিফোনে জানান, কেন্দ্রীয় বাহিনী চলে যাবে।স্কুলের চিন্তার কোনো কারণ নেই।তাদের অন্যত্র পাঠানো হবে।স্কুল খুলবে এতে কোনো সমস্যা হবে না।