নকশালবাড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ রাজ্যের ৭০টি চা বাগানে ক্রেশ হাউস ও ৪৩ টি বাগানে স্বাস্থ্য কেন্দ্র তৈরির প্রক্রিয়া শুরু হচ্ছে।মুখ্যমন্ত্রী তার প্রথম পর্যায়ের শিলান্যাস করেছেন।সোমবার সন্ধ্যায় নকশালবাড়ির বিজয়নগর চা বাগানে ক্রেশ হাউসের জমি পরিদর্শন করে এমনটাই জানালেন বিল্ডিং ও নির্মান বোর্ডের চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
এদিন চা বোর্ডের আধিকারিকদের সঙ্গে নিয়ে সন্ধ্যায় ক্রেশ হাউসের জমি পরিদর্শন করেন তিনি।মহিলা শ্রমিক পিঠে বাচ্চাদের নিয়ে পাতা তুলতে অসুবিধা হয়।ক্রেশ হাউস হয়ে গেলে সেখানে তাদের সন্তানদের রেখে কাজ করতে পারবেন শ্রমিকেরা।অন্যদিকে বাগানে অ্যম্বুলেন্স সহ স্বাস্থ্যকেন্দ্র থাকবে।বাগান শ্রমিকদের সুযোগ সুবিধায় রাজ্য সরকার কাজ করছে বলে জানান তিনি।
পাশাপাশি এদিন ফাঁসিদেওয়ার জয়েন্তিকা চা বাগানে ৬০০ শ্রমিকদের সচিত্র পরিচয়পত্র প্রদান করেন তিনি। কেন্দ্রীয় বাজেটে ১০০০ কোটি কোথায় গেল এবং এই বাজেটে চা বাগানের উল্লেখ করেনি বলে ক্ষোভ প্রকাশ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।