নকশালবাড়ি, ৮ জানুয়ারিঃ নকশালবাড়িতে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আশাকর্মীদের কর্মীসভা অনুষ্ঠিত হল।এদিনের কর্মীসভায় আশাকর্মীদের সমস্যার কথা জানতে পেরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হওয়ার ডাক দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিন কর্মীসভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা।
মহকুমার ৪টি ব্লকের আশা কর্মীরা সভায় উপস্থিত থেকে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। আশাকর্মীদের ভাতা, স্বাস্থ্য বিমা, স্থায়ীকরণের দাবিদাওয়া নিয়ে মুখ খোলেন আশাকর্মীরা।পরে স্মারকলিপিও প্রদান করেন তারা।
এই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আশা কর্মীদের একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হল।কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে নিজেদের অধিকার ছিনিয়ে আনতে হবে বলে আশাকর্মীদের বার্তা দেন তিনি।