নকশালবাড়ি, ১ ডিসেম্বরঃ বাংলাদেশ ইসকনের চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল নকশালবাড়িতে।
রবিবার নকশালবাড়ি হিন্দু সুরক্ষা মঞ্চের উদ্যোগে নকশালবাড়ি রথখোলা থেকে ইসকন মন্দির পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক আনন্দময় বর্মন, সুবিজয় গৌড় দাস, হিন্দু সুরক্ষা মঞ্চের সদস্যরা সহ ও সাধারণ মানুষ।
এদিন মিছিলের মধ্য দিয়ে চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে শান্তি ফেরার বার্তা দেওয়া হয়।অন্যদিকে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতনের দাবি জানিয়ে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানান বিধায়ক আনন্দময় বর্মন।