নকশালবাড়ি, ১৮ নভেম্বরঃ নকশালবাড়ির শান্তিনগর রাসমেলা যুব সংঘ কমিটির পরিচালনায় ১৮ দিনব্যাপী রাসমেলার উদ্বোধন হল রবিবার।আগামী ৩রা ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা।
রবিবার রাতে শান্তিনগর রাসমেলার উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।এদিন উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পৃথ্বীশ রায় ও বিরাজ সরকার, মনিরাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ, নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নরেন্দ্র প্রসাদ সহ রাসমেলা কমিটির সদস্যরা।
এদিন সভাধিপতি অরুণ ঘোষ জানান, প্রতিবছর নিত্যনতুনভাবে এই রাসমেলাকে তুলে ধরেন উদ্যোক্তারা। কোচবিহারের রাসের পর এই রাসমেলায় ১৩১টি প্রতিমার সঙ্গে বাউল গান, মনসা মঙ্গল যাত্রাপালার অনুষ্ঠান রয়েছে।নকশালবাড়ি সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ মেলায় ভিড় করেন।