নকশালবাড়ি, ২০ জুনঃ ঐতিহ্য, পরম্পরা মেনে রথযাত্রা উৎসব পালন হচ্ছে নকশালবাড়িতে।মঙ্গলবার রথের দড়ি টান দিয়ে শুরু হল রথযাত্রা।উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
জানা গিয়েছে, নকশালবাড়ির এই রথযাত্রা ৬৪তম বর্ষে পদার্পণ করেছে।প্রত্যেক বছরের মত এবছরও প্রচুর মানুষের ভিড় হবে বলে আশা উদ্যোক্তাদের।রথযাত্রা শুরু হওয়ার আগে রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
এই বিষয়ে সভাধিপতি অরুণ ঘোষ জানান, ঐতিহ্যবাহী এই রথে প্রচুর মানুষের সমাগম হবে। শুধু নকশালবাড়ি নয় গোটা মহকুমার এই রথযাত্রা সেরা রথযাত্রা।
এদিন রথপুজো কমিটির সম্পাদক বিদ্যুৎ দাস জানান, রথযাত্রা উপলক্ষে সন্ধ্যা থেকে ভিড় বাড়বে । ১২০জন ভলিন্টিয়ার রাখা হয়েছে।পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও পুলিশের নজরদারি থাকবে। ৩০০ উপর স্টল বসানো হয়েছে।