নকশালবাড়ি, ৩০ ডিসেম্বরঃ স্বামী অন্য মহিলাকে বিয়ে করে চলে গিয়েছে।এরপর থেকে অত্যাচার শুরু করেছে শাশুড়ি ও শ্বশুরবাড়ির সদস্যরা।আতঙ্কে দিন কাটাচ্ছেন নকশালবাড়ির সাতভাইয়ার আশাকর্মী রুকসানা খাতুন।
জানা গিয়েছে, আশাকর্মী রুকসানা খাতুনের স্বামী অন্য এক মহিলাকে বিয়ে করে চলে যাওয়ার পর তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা বাড়িতে এসে ভাঙচুর ও মারধর করে বলে অভিযোগ।ঘটনার পর নকশালবাড়ি থানায় অভিযোগ করেও পুলিশ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন আশাকর্মী।এই কারণে দোষীদের শাস্তির দাবিতে শনিবার নকশালবাড়ি থানায় ক্ষোভ প্রকাশ করে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন।পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
এদিন রুকসানা খাতুন জানান, আতঙ্কে আমি কাজে যেতে পারছি না।প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
অন্যদিকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সহ সভাপতি জয় লোদ জানান, মহিলার নিরাপত্তা সুনিশ্চিত করতে ও আশাকর্মীর পাশে দাঁড়িয়ে আগামী ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে আশাকর্মীদের নিয়ে আন্দোলন হবে।
ঘটনার অভিযোগ পেয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন নকশালবাড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ কুন্তল ঘোষ।