নকশালবাড়ি, ২৩ জানুয়ারিঃ মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ফিল্ড ভিজিটে গেলেন জেলাশাসক।বৃহস্পতিবার নকশালবাড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন দার্জিলিং এর জেলাশাসক প্রীতি গোয়েল।
এদিন নকশালবাড়ি রথখোলায় ‘বাংলার বাড়ির’ কাজ পরিদর্শন করার পর নকশালবাড়ি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার খোঁজ নেন জেলাশাসক।পরিদর্শনে শিলিগুড়ির মহকুমাশাসক, নকশালবাড়ির বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
এদিন জেলাশাসক প্রীতি গোয়েল জানান, বাংলার বাড়ির কাজ ও হাসপাতাল পরিদর্শন করলাম। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সকলে ফিল্ড ভিজিট করছেন।কোথায় কি সমস্যা রয়েছে তা দেখার পাশাপাশি সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।