শিলিগুড়ি, ২৩ জুনঃ নকশালবাড়ির হাতিঘিসার মুড়িবস্তিতে এক ব্যক্তিকে খুনের ঘটনায় বুধবার উত্তপ্ত হয়ে উঠে এলাকা।রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ায়।খুনের ঘটনায় অভিযুক্তের বাড়ি সহ গোটা গ্রামে বাড়িগুলিতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে।বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করার পর শুক্রবার মৃতের পরিবার ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হল।
এদিন হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতে শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে মৃতের পরিবারকে ২৫ হাজার টাকা তুলে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পাশাপাশি ৪৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বেশি ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ২৫ হাজার সহ ১৫ হাজার ও ১০ হাজার টাকার চেক তুলে দেন মেয়র গৌতম দেব, সভাধিপতি অরুণ ঘোষ সহ নকশালবাড়ির বিডিও অরিন্দম মন্ডল ও মহকুমা পরিষদ নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি ও হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।
এদিন গৌতম দেব জানান, মৃতের পরিবার ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে চেক তুলে দেওয়া হল।প্রাথমিক পর্যায়ে এই সহায়তা করা হল।পাশাপাশি এলাকায় কমিউনিটি কিচেন চলছে।মহকুমা পরিষদের পাশাপাশি পুরনিগমের তরফে এলাকায় সহায়তা করা হচ্ছে।মৃতের স্ত্রীকে বিধবা ভাতা সহ সবরকম সহযোগিতা করা হবে।ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকেও সবরকম সাহায্য করা হবে।শান্তি প্রতিষ্ঠার জন্য আগামীদিনে এলাকায় বৈঠক হবে।
অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, মহকুমা পরিষদের উদ্যোগে এই সহায়তা করা হল।চেকের পাশাপাশি খাদ্য সামগ্রী দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারগুলির নথিপত্রের জন্য ক্যাম্প করা হচ্ছে।স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করা হবে।