নকশালবাড়ি, ২৮ জুনঃ উল্টো রথের দিন খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল নকশালবাড়ির সুব্রতী সংঘ। ৭২ তম বর্ষে ধুনুচির আদলে মণ্ডপ সজ্জা করে দর্শনার্থীদের মন টানতে তৈরি উদ্যোক্তারা। বুধবার রীতিনীতি মেনে খুঁটি পুজো করা হয়। খুঁটিপুজোর দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।এছাড়াও ছিলেন পুজো কমিটির সদস্যরা।
এদিন সভাধিপতি অরুণ ঘোষ বলেন, এটি নকশালবাড়ির পুরোনা ক্লাব।প্রতিবারে মহকুমার সেরা পুজো মন্ডপ উপহার দিয়ে থাকে এই ক্লাব।
অন্যদিকে পুজো কমিটির সম্পাদক বিরাজ সরকার বলেন, এবার আমাদের ৭২তম পুজো।এদিন উল্টো রথের পূর্ণ তিথিতে খুঁটি পুজো করে পুজোর প্রস্তুতি শুরু করা হল।এবারে ধুনুচির আদলে মণ্ডপ সজ্জা করা হবে।পাশাপাশি পুজোর দিনগুলিতে কম্বল বিতরণ, হুইল চেয়ার ও খিচুড়ি বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি করা হবে।