নকশালবাড়ি, ১১ জুনঃ জেলা সভাপতি দল ত্যাগ করার পর দলের সাংগঠনিক অবস্থা নিয়ে বুধবার নকশালবাড়িতে আলোচনায় বসলো দার্জিলিং জেলা কংগ্রেস।
এদিন প্রদেশ কংগ্রেসের নির্দেশে সংগঠনকে মজবুত করতে নকশালবাড়িতে আলোচনা সভা করা হয়।নকশালবাড়ির দলীয় কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস কর্মীদের নিয়ে আলোচনা করেন জেলা নেতৃত্বরা।উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের আহ্বায়ক সুবিন ভৌমিক, অমিতাভ সরকার, কুন্তল গোস্বামী,জীবন মজুমদার সহ অন্যান্যরা।
সংগঠনকে শক্তিশালী করতে এই কর্মসূচি বলে মত জেলা কংগ্রেসের আহ্বায়ক সুবিন ভৌমিকের।
