নকশালবাড়ি, ১৫ অক্টোম্বরঃ দীপাবলির আগে লক্ষাধিক টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করল নকশালবাড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার রাতে নকশালবাড়ি বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে নকশালবাড়ি থানার পুলিশ।তবে ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
দীপাবলি পর্যন্ত বিভিন্ন বাজারে এই অভিযান চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।