নকশালবাড়ি, ২৮ জানুয়ারিঃ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করা হচ্ছে।এর প্রতিবাদে বিডিও অফিস অভিযান করলো সিপিআইএম।
এদিন সিপিআইএম নকশালবাড়ি এরিয়া কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়। SIR শুনানি কেন্দ্র বিডিও অফিসের মূল গেটে বসেই চলে বিক্ষোভ।অভিযোগ, নকশালবাড়িতে SIR হেয়ারিং এর নামে সাধারণ মানুষদের হয়রানি করা হচ্ছে। এতে শ্রমিক থেকে শুরু করে সংখ্যালঘু ও প্রান্তিক এলাকায় মানুষদের ডাকা হচ্ছে। হয়রানি কমাতে বুথে বুথে শুনানি কেন্দ্র করার দাবী জানানো হয়।
পরিযায়ী শ্রমিকদের হয়রানি বন্ধ, বেছে বেছে সংখ্যালঘুদের শুনানির ডাক বন্ধ সহ সম্প্রতি এক বিএলও এর বিরুদ্ধে টাকা নিয়ে SIR করিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত বিএলওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা। দাবি না মানলে আগামীদিনে আন্দোলনের হুঁশিয়ারি দেন সিটুর জেলা সম্পাদক গৌতম ঘোষ।
