নকশালবাড়ি, ১২ নভেম্বরঃ হাতির হানায় মৃত্যু হল এক চাষীর।নকশালবাড়ির হাতিঘিসার জীবন জোতের ঘটনা।মৃতের নাম মিনু ওঁরাও(৫৮)।
জানা গিয়েছে, শনিবার রাতে নকশালবাড়িতে হানা দেয় হাতির দল।সেখান থেকে দলছুট হয়ে যায় ৫টি হাতি।এদিকে এলাকায় চাষের জমিতে নজরদারি চালাচ্ছিলেন ৩ জন।সেইসময় হাতির হানায় মৃত্যু হয় এক চাষীর।খবর পেয়ে বাগডোগরা বনদপ্তর ও নকশালবাড়ি থানার পুলিশ পৌঁছে চেঙ্গা নদী থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, প্রতিদিন হাতির হানায় ধানের জমি তছনছ হচ্ছে।বনদপ্তরের কাছে সার্চ লাইট ও ওয়াচ টাওয়ার বসানোর দাবি জানান তারা।
গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।এই ঘটনায় মৃতের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা এবং চাকরির দাবি জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য।