নকশালবাড়ি, ১০ ফেব্রুয়ারিঃ জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে হরিণ।নকশালবাড়ির হাতিঘিসার হুচাইমল্লিক জোতে হরিণ উদ্ধার করলো স্থানীয়রা।
কলাবাড়ি জঙ্গল থেকে হরিণটি লোকালয়ে ঢুকে পড়ে অনুমান স্থানীয় বাসিন্দাদের।স্থানীয়রাই হরিণটিকে উদ্ধার করে খবর দেয় বনদপ্তরে।পরে বাগডোগরা বনদফতর ঘটনাস্থলে পৌঁছে হরিণকে উদ্ধার করে নিয়ে যায়।
এই বিষয়ে বাগডোগরা বনদফতরের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, হরিণের শরীরে কোনো জখম নেই। তবে ভয়ে রয়েছে হরিণটি।হরিণটির স্বাস্থ্য পরীক্ষার করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।