নকশালবাড়ি, ২৮ নভেম্বরঃ বাড়ির পাশে বাঁশ ঝাড় থেকে উদ্ধার হল মূক ও বধির এক যুবক ঝুলন্ত দেহ।মৃতের নাম রঞ্জন রায় (১৯)।নকশালবাড়ির ঢাকনাজোতের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটো থেকেই মূক ও বধির ছিল যুবক।প্রায় ১০ বছর আগে মায়ের মৃত্যুর পর থেকেই মনমরা হয়ে থাকত।বাড়িতে বাবার সঙ্গে থাকত রঞ্জন। এদিন সকালে বাড়ির পাশে একটি বাশ বাগানে যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় এক ব্যক্তি।
পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
