নকশালবাড়ি, ২১ জানুয়ারিঃ তিন মাসের মধ্যেই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে আবেদন করে জোড়া রাস্তা পেল নকশালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েতের নেহাল জোত গ্রাম।নেহাল জোত গ্রামে ১১০ ও ৮০ মিটারের জোড়া পাকা রাস্তার শিলান্যাস করা হল।
এদিন এই রাস্তার শিলান্যাস করেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ।রাস্তার শিলান্যাস হতেই খুশী স্থানীয়রা।
স্থানীয়রা জানান, আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আবেদন করেই এই রাস্তা হচ্ছে। বর্ষায় এই রাস্তা দিয়ে যাতায়াত করা কষ্টকর ছিল। এবার বর্ষার আগে এই রাস্তা হবে।
মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, মুখ্যমন্ত্রীর আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আবেদন করেই এই রাস্তা হচ্ছে। এখানকার জনগণের জন্য এই রাস্তা খুব কার্যকর হবে। দীর্ঘদিনের মানুষের দাবি মেনে স্বাধীনতার পর প্রথম এই রাস্তা হচ্ছে।
