নকশালবাড়ি, ২২ মার্চঃ ড্রপ আউট থেকে শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফেরাতে ও দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে নকশালবাড়িতে কর্মীসভা করলো এসএফআই।
শনিবার নকশালবাড়ির টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ভবনে পড়ুয়াদের শিক্ষাঙ্গনে ফেরাতে চা বাগানের শিক্ষার্থীদের নিয়ে কর্মীসভা করা হয়।উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, জেলা সম্পাদক অঙ্কিত দে, জেলা কমিটির সদস্য গৌরব ঘোষ সহ অন্যান্যরা এদিন নকশালবাড়ির পানিঘাটা মোড় পর্যন্ত মিছিল করে রাজ্য সরকারের শিক্ষাব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।
পড়ুয়াদের শিক্ষাঙ্গনে ফেরার ডাক দিয়ে আগামীদিনে মেরিভিউ চাবাগান, নকশালবাড়ি চাবাগান, আজমাবাদ চাবাগানে আগামী দিনে বিনামূল্যে কোচিং সেন্টার খোলা হবে বলে জানান রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। তিনি বলেন, রাজ্য সরকার ভয় পেয়েছে তাই বছর বছর কেটে গেলেও ছাত্র সংসদ নির্বাচন করছে না।