নকশালবাড়ি, ১২ জানুয়ারিঃ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন ও যুব দিবস পালন করল নকশালবাড়ি শ্রী রামকৃষ্ণ আশ্রম।
রবিবার নকশালবাড়ির পানিঘাটা সংলগ্ন কদমা মোড় থেকে আশ্রম পর্যন্ত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।এদিন ম্যারাথনে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য ঋদ্ধিমান সাহা, স্বামী বিশ্বধরানন্দজী মহারাজ, এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার আইজি সুধীর কুমার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা।
ম্যারাথনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানআধিকারিকদের পুরস্কার প্রদান করা হয়।ম্যারাথনের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়।