নকশালবাড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ নকশালবাড়ির রথখোলায় নাবালিকাকে ধর্ষণ ও খুন করে বস্তাবন্দী মৃতদেহ উদ্ধারের ঘটনায় নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।
জানা গিয়েছে, শনিবার মহিলা কমিশনের দুজন সদস্য নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন।এদিন কমিশনের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার, জেলা পুলিশের গ্রামীন ডিএসপি অচিন্ত্য গুপ্ত, নকশালবাড়ি পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন মহিলা কমিশনের সদস্যরা।এই বিষয়ে মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানান, আমরা দেখলাম কথাবার্তা হল।আমরা চেষ্টা করছি যাতে এর ন্যায়বিচার হয়।এই নৃশংস ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হোক।