নকশালবাড়ি, ৮ জুনঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল আবগারী দফতরের এক কনস্টেবলের।জখম আরও এক মহিলা কনস্টেবল।ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির টোলপ্লাজার সামনে।মৃত কনস্টেবলের নাম অরুপ সরকার নকশালবাড়ি আবগারী দফতরের কর্মরত ছিলেন।জখম কনস্টেবলের নাম যোগিতা লামা।
জানা গিয়েছে, এদিন ভোররাতে নকশালবাড়ির টোলপ্লাজার সামনে দুটি ট্রেলারের মাঝে ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যান ২ কনস্টেবল।ঘটনায় গুরুতর জখম হন তারা।ঘটনার পর তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় অরুপ সরকারের।
অন্যদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যোগিতা লামা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ।ঘটনায় দুটি ট্রেলারকে আটক করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
