নকশালবাড়ি, ২৭ ডিসেম্বরঃ শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে নকশালবাড়িতে দুটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
এদিন নকশালবাড়ি কলেজের সিসি রাস্তা সঙ্গে গার্ড ওয়াল এবং নকশালবাড়ি বাজারের রাস্তার শুভ শিলান্যাস করা হয়।এদিন নকশালবাড়ি বাসস্ট্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করে দুটি নতুন প্রকল্পের শিলান্যাস হয়।উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, এসজেডিএ ভাইস চেয়ারম্যান সহ বোর্ড সদস্য কাজল ঘোষ রঞ্জন শীল শর্মা ও গৌতম গোস্বামী সহ নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত ও ব্যবসায়ী সমিতির সদস্যরা।
নকশালবাড়ির বাজারে ৭৭ লক্ষ টাকায় রাস্তা এবং ১ কোটি ৩২ লক্ষ টাকায় নকশালবাড়ি কলেজের রাস্তা ও গার্ড ওয়ালের কাজ হবে বলে নকশালবাড়ি চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।তিনি বলেন, বর্ষবরণের আগে নকশালবাড়ির মানুষদের উপহার দিতেই এই দুটি কর্মসূচির শিল্যানাস।