নকশালবাড়ি, ৭ জুলাইঃ প্রতিবছরের ন্যায় এবারও ঐতিহ্য পরম্পরা মেনে নকশালবাড়িতে রথযাত্রা উৎসব পালিত হল।রবিবার রথের দড়ি টেনে ৫৪তম রথযাত্রার সূচনা করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
এদিন বিভিন্ন জায়গার পাশাপাশি নকশালবাড়িতেও রথযাত্রার উৎসবে মেতে ওঠেন সকলে।এই রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়।এদিন ঝাড়ু দিয়ে রথের সামনের রাস্তা পরিষ্কার করেন সভাধিপতি অরুণ ঘোষ।
এই বিষয়ে নকশালবাড়ি রথখোলা রথপুজো কমিটির সম্পাদক সত্যনারায়ন গোস্বামী জানান, রথ উপলক্ষে সন্ধ্যা থেকে ভিড় বাড়বে।শান্তিপূর্ণ উপায়ে রথ পরিচালনা করতে ১২০ জন ভলিন্টিয়ার রাখা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও পুলিশের নজরদারি থাকছে।পুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে এবং ৩০০ উপর স্টল বসানো হয়েছে।
সভাধিপতি অরুণ ঘোষ জানান, ঐতিহ্যবাহী এই রথযাত্রার উৎসবে প্রচুর মানুষের সমাগম হবে।শুধু নকশালবাড়ি নয় গোটা মহকুমার মধ্যে এই রথ সেরা রথযাত্রা।