নকশালবাড়ি, ২৪ ডিসেম্বরঃ বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে দালাল বা প্রতারকরা যাতে প্রাপকদের প্রতারণা করতে না পারে সেই কারণে সচেতনতা শিবির করলো নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েত।এদিন প্রাপকদের সচেতন করার পাশাপাশি সার্টিফিকেটও প্রদান করা হয়।
জানা গিয়েছে, এদিন পঞ্চায়েত কার্যালয় থেকে বাংলার বাড়ি পাওয়া প্রাপকদের সর্তকতা অবলম্বন করার বার্তা দেওয়া হয়।একই সঙ্গে কোনো প্রতারক টাকা চাইলে অভিযোগ বক্সের মাধ্যমে অভিযোগ করতে পারবেন বাংলার বাড়ি প্রকল্পের প্রাপকেরা।
এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও মনিরাম প্রধান গৌতম ঘোষ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সজনী সুব্বা, উপপ্রধান সহ অন্যান্যরা।