নকশালবাড়ি, ২৮ জুলাইঃ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে সচেতনতা শিবিরের আয়োজন করলো দার্জিলিং মেরি ওয়ার্ড সোশ্যাল সেন্টার।
এদিন নকশালবাড়ি কমিউনিটি হলে প্রশাসনের আধিকারিক, সীমান্ত রক্ষীবাহিনী, গ্ৰাম পঞ্চায়েত প্রধান এবং শিলিগুড়ি মহকুমার ২০টি চা বাগানের যুবক যুবতীদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়।বিশেষ করে চা বাগান এলাকার যুবক যুবতীদের কাজের প্রলোভন দিয়ে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, তা রুখতেই এই শিবিরের আয়োজন।
এই বিষয়ে দার্জিলিং মেরি ওয়ার্ড সোশ্যাল সেন্টারের প্রজেক্ট কোঅর্ডিনেটর কৌশিক রায় চৌধুরী জানান, আমরা বিভিন্ন চা বাগান এলাকায় কাজ করি।সচেতনমূলক প্রচারের মাধ্যমে মানব পাচার রোখার চেষ্টা করছি।এছাড়া সারাবছর ধরে বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ দিয়ে এলাকায় কাজের সুযোগ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছি।