নকশালবাড়ি, ১৬ জানুয়ারিঃ নাম বাদ পড়ার আতঙ্ক। নকশালবাড়িতে এবার SIR শুনানির লাইনে লাঠির ভরসায় বৃদ্ধ দম্পতি।
বৃদ্ধের বয়স ৭৯, অপরদিকে বৃদ্ধার বয়স ৭০।এই বয়সেও শুনানিতে হাজির হতে হল ২ ভোটারকে।নকশালবাড়ি বিডিও অফিসে ধরা পড়লো চরম হয়রানির ছবি।
নকশালবাড়ির স্টেশন পাড়ার দম্পতি সবিতলাল মিশ্র ও মাধুরী দেবী মিশ্র। ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে সবিতলাল মিশ্রের।এরপরও শুনানিতে আসতে হয়েছে তাদের। এমনতেই বাধ্যকজনিত একাধিক অসুস্থতা।কানে শুনতে যেমন কম পান, চোখেও স্পট দেখেন না। অন্যদিকে মাধুরী দেবীর হাঁপানির সমস্যা। এই অবস্থায় শুনানিতে ডাক পড়েছে তাদের।
মাধুরী দেবী জানান, শিক্ষিত না আমরা। ২০০২ নাম রয়েছে তারপরেও ডাক এসেছে। যার নাম আসবে না, তাদের বের করে দেবে।এই আতঙ্কেই শুনানিতে হাজির হয়েছি।
