নকশালবাড়ি, ৩১ ডিসেম্বরঃ ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে শ্মশান ঘাটের আবেদন করা হয়েছিল আগস্ট মাসে।আবেদনের পর ডিসেম্বরের শেষদিনে শুরু হল কাজ।স্বাধীনতার পর প্রথম শ্মশানঘাট পাচ্ছে নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের বীরসিং গ্রাম।
এদিন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজের শিলান্যাস করেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ।শ্মশান ঘাটের কাজ শুরু হওয়ায় সমস্যা মিটবে বীরসিং জোত সহ কেটুগাবুর জোত, ভেল্টা জোত সহ আরও ৪টি গ্ৰামের।আজ থেকে কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা।
এদিন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ জানান, গ্ৰামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে আজ থেকে শ্মশানঘাটের কাজ শুরু হচ্ছে।গ্ৰামবাসীদের সমস্যা তারা নিজেরাই সমাধান করছেন।প্রতিটি বুথে উন্নয়নের জন্য এই প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী।
