শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের আগে বড়সড় ভাঙণ বাম শিবিরে। নকশালবাড়ির হাতিঘিসার নন্দলাল এলাকায় ডিওয়াইএফআই যুব সংগঠনের নকশালবাড়ি এরিয়া কমিটির সভাপতি যুবরাজ রাই সহ ৩৩০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
বৃহস্পতিবার দলীয় কর্মসূচির মাধ্যমে তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের হাত ধরে যোগদান সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন নকশালবাড়ি ব্লক ২ এর সভাপতি পৃথ্বীশ রায়, কিষাণ ক্ষেতমজুর জেলা সভাপতি অমর সিনহা, আইএনটিটিইউসি জেলা সভাপতি নির্জল দে, হাতিঘিসা অঞ্চল সভাপতি আসরাফ আনসারী, যুব নেতা অমিত রাই, জয়ন্ত মল্লিক সহ অন্যান্যরা।
পাপিয়া ঘোষ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের অনুপ্রেরণা নিয়ে আজ সকলে দলে যোগদান করল। তবে নবাগতদের গাইডলাইন মেনে চলতে হবে। যুবরাজ রাই জানান, ৩৪ বছর সিপিএমের হয়ে কাজ করে এলাকার উন্নয়নে কিছু করতে পারিনি। তাই আগামী দিনে তৃণমূল দলের হয়ে কাজ করব।

nice