রাজগঞ্জ ১২ ডিসেম্বরঃ থানার ভেতরে যুবকের রহস্যমৃত্যু।মাদারিহাট থানার চাইল্ড কেয়ার কর্নারের বাথরুম থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার।ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য।মৃত যুবকের নাম রাহুল রায়(২০)।যুবকের বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চেউলিবাড়ির ছাট ময়লানীগছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুবাড়ির এক যুবকের নিখোঁজের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ যুবককে মঙ্গলবার রাতে মাদারিহাট থানায় নিয়ে যাওয়া হয়েছিল।তাদের মধ্যে ছিল রাহুল রায়।রাতে জিজ্ঞাসাবাদের পর থানার ভেতরে চাইল্ড কেয়ার কর্নারে ৪ জনকে থাকতে বলা হয়েছিল।বুধবার সকালে সেই ঘরের বাথরুমের ভেন্টিলেটারের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাহুলের দেহ উদ্ধার হয়।ঘটনার খবর পেয়ে মাদারিহাট থানায় পৌঁছায় মৃত যুবকের পরিবারের সদস্যরা।
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাহুল মেকআপ আর্টিস্টের কাজ করতেন।এছাড়া নিজেও মেয়েদের মতো সাজতে ভালোবাসতেন।কোচবিহার যাবে বলে গত রবিবার বাড়ি থেকে বের হয় রাহুল।মঙ্গলবার পর্যন্ত পরিবারের সঙ্গে মোবাইলে তার কথা হয়েছে।কিন্তু বুধবার মাদারিহাট থানা থেকে রাহুলের ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পায় পরিবারের সদস্যরা। পুলিশ হেফাজতে থাকা সত্ত্বেও কিভাবে তার মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা।গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা।
আজ কোচবিহার মেডিকেল কলেজে মেডিকেল বোর্ড গঠন করে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।