শিলিগুড়ি,৫ অক্টোবরঃ তিস্তায় তলিয়ে গিয়েছে বহু বাড়ি এবং দোকান।এখনও আশঙ্কায় রয়েছেন তিস্তা বাজার এলাকার বাসিন্দারা।সিকিমে লোনাখ হ্রদ ফেটে তিস্তায় হড়পা বান আসতেই জল বাড়তে শুরু করে মঙ্গলবার রাতে।এরপরেই তিস্তা বাজারের কাছে জল বাড়তেই তলিয়ে যায় একের পর এক দোকান এবং বাড়িঘর তলিয়ে যায় তিস্তায়।জল হঠাৎ করে বেড়ে যাওয়ায় কোনও জিনিসপত্রও বাইরে বের করতে পারেননি বাসিন্দারা।চোখের সামনেই একের পর এক বাড়ি ও দোকান তলিয়ে যেতে দেখেন তারা।সব হারিয়ে মাথায় হাত স্থানীয়দের।
তিস্তাবাজারের কাছে তৈরি করা হয়েছে রিলিফ ক্যাম্প।সেখানেই রয়েছেন প্রচুর বাসিন্দা।এখন কিভাবে সংসার চালাবেন সেটাই চিন্তা করছেন বাসিন্দারা।দোকানপাট করেই সংসার চলত তাদের।কিন্তু সেই দোকানপাটই ভাসিয়ে নিয়ে গিয়েছে তিস্তা।এছাড়াও বেশকিছু গাড়িও তিস্তায় তলিয়ে গিয়েছে।এলাকার বেশকিছু দোতালা বাড়িতেও তিস্তার পলিমাটি ঢুকে পড়েছে।সেখান থেকে মাটি বের করার চেষ্টা করছেন বাসিন্দারা।কিন্তু পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা জানেন না কেউই।সব হারিয়ে মাথায় হাত পড়েছে তিস্তা বাজার এলাকার কয়েকশো মানুষের।