শিলিগুড়ি,৯ ডিসেম্বর: নারী নির্যাতনের বিরুদ্ধে এবং অভয়া কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিলিগুড়ি থেকে শুরু হলো ‘অঙ্গীকার যাত্রা’। সমাজে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’র উদ্যোগে এই যাত্রার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার শিলিগুড়ি জংশন থেকে একটি র্যালি করেন সংগঠনের সদস্যরা।উপস্থিত ছিলেন অভয়ার বাবা-মা।এছাড়াও হাতে প্ল্যাকার্ড নিয়ে এই র্যালিতে সামিল হন প্রচুর মানুষ।র্যালিটি বাঘাযতিন পার্কে গিয়ে শেষ হয়।এরপর সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।যেখানে বক্তব্য রাখেন অভয়ার বাবা-মা সহ অন্যান্যরা।
সংগঠনের সদস্যদের দাবি, অভয়ার মতো একের পর এক নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং সমাজে নারীদের প্রতি মানসিকতার পরিবর্তন অত্যন্ত জরুরি। তাদের মতে, এই দীর্ঘ অঙ্গীকার যাত্রা রাজ্যের মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে এবং নারীর প্রতি সম্মান ও সুরক্ষার বার্তা পৌঁছে দেবে প্রত্যন্ত এলাকাতেও।
জানা গিয়েছে, আগামীকাল এই যাত্রা পৌঁছোবে রায়গঞ্জে। রাজ্যের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে শেষপর্যন্ত কলকাতার কলেজ স্ট্রীটে গিয়ে শেষ হবে এই অঙ্গীকার যাত্রা।নারী নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে অঙ্গীকার যাত্রা ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে দাবি আয়োজকদের।
