শিলিগুড়ি, ৮ জুলাইঃ ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১০৬ নম্বর ধারার বিরোধিতায় সুর চড়ালেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পড়ুয়া সহ জুনিয়র চিকিৎসক সহ অন্যান্য চিকিৎসকরা।
জানা গিয়েছে, এদিন প্ল্যাকার্ড হাতে নতুন আইনের বিরোধিতায় সামিল হন পড়ুয়া থেকে চিকিৎসকেরা।তাদের অভিযোগ, ভারতীয় ন্যায় সংহিতায় ১০৬ নম্বর ধারায় চিকিৎসকদের অপরাধীদের সঙ্গে তুলনা করা হয়েছে।এই কারণে রাজ্যজুড়ে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসকেরা।
এই বিষয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সশ্রুতনগর শাখার সম্পাদক সন্দীপ সেনগুপ্ত জানান, ভারতীয় ন্যায় সংহিতা আইন লাগু হয়ে গিয়েছে।তবে এই নিয়ে আরও আলোচনা এবং পুনবির্বেচনা করা প্রয়োজন।আমরা চাই সরকার এনিয়ে আরও চিন্তাভাবনা করুক।