শিলিগুড়ি,১৩ ফেব্রুয়ারিঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ছাড়াই চালু হল ট্রমা কেয়ার সেন্টার। ২০১০ সালে ট্রমা কেয়ার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন অশোক ভট্টাচার্য। এরপর বেশ কয়েক বছর কেটে গেলেও উদ্বোধন হয়নি ট্রমা কেয়ার সেন্টারের। বর্তমানে পরীক্ষামূলক ভাবে ট্রমা কেয়ার সেন্টারটি চালু হলেও সিটি স্ক্যান মেশিন বসাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাক্তার কৌশিক সমাজদার জানান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য যোজনায় নির্মিত হতে চলা সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য বরাদ্দ করা সিটি স্ক্যান মেশিনটি তারা ট্রমা কেয়ার সেন্টারে বসিয়ে চালু রাখতে চান।