শিলিগুড়ি, ১৪ অক্টোবরঃ ১০ দফা দাবীতে কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন আন্দোলন অব্যাহত।উত্তরবঙ্গ মেডিক্যালের দুই অনশনকারীর সৌভিক ব্যানার্জী এবং আলোক ভার্মার সঙ্গে এবারে আন্দোলনে যোগ দিলেন জুনিয়র চিকিৎসক সন্দীপ মন্ডল।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর থেকে টানা অনশন চালিয়ে যাচ্ছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা।বিভিন্ন সময়ে প্রতীকী আন্দোলনে সামিল হয়েছেন অন্যান্য চিকিৎসকেরা।এদিকে আজ থেকে অনশনে বসলেন জুনিয়র চিকিৎসক সন্দীপ মন্ডল।তার পাশাপশি প্রতীকী অনশনে বসেছেন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সিনিয়র ডাক্তারেরা।
এই বিষয়ে সন্দীপ মন্ডল জানান, এতদিন পার হওয়ার পরেও সরকারের এই বিষয়ে কোন ভুরুক্ষেপ নেই।ন্যায়বিচার আমাদের ন্যায্য অধিকার।সরকার যদি তা না দিতে পারে তাহলে কিছু বলার নেই।আন্দোলন এগিয়ে নিয়ে যেতেই আজ থেকে অনশনে যোগ দিয়েছি বলে জানান তিনি।