জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, পরিষেবা না পেয়ে বিক্ষোভ ভাঙচুর-ব্যাপক উত্তেজনা উত্তরবঙ্গ মেডিক্যালে

শিলিগুড়ি, ১৫ অক্টোবরঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের অনশন আন্দোলন এবং কর্মবিরতির জেরে বিভিন্ন বিভাগে নেই চিকিৎসক।ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা।মঙ্গলবার দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে এসে পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন রোগী ও রোগীর আত্মীয়রা।ভাঙচুর করা হল সুপারের অফিস।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে তিনজনকে।


জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে জুনিয়র চিকিৎসকদের অনশন আন্দোলন চলছে।যার জেরে বিভিন্ন বিভাগে চিকিৎসক নেই বলে অভিযোগ।প্রতিদিনই রোগীরা আসছেন এবং ঘুরে যাচ্ছেন।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিভাগেও চিকিৎসক নেই বলে অভিযোগ উঠেছে।সোমবার প্রচুর রোগীরা এসে ঘুরে যান।এরপর মঙ্গলবার সকাল থেকেই মনোরোগ বিভাগে লাইনে দাঁড়িয়েছিলেন রোগীরা।অভিযোগ, চিকিৎসক নেই বলে রোগীদের নাম নথিভুক্ত করা হচ্ছে না।এরফলে সমস্যায় পড়েন ইসলামপুর, রাজগঞ্জ, জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গা থেকে আসা রোগী ও তার পরিজনেরা।


চিকিৎসকের দেখা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা।পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সুপার অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়।অভিযোগ বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর চালানো হয় সুপারের অফিস।এমনকি সেখানে থাকা নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয় বলে অভিযোগ।এরপরই তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় মেডিক্যাল চত্বরে।

ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও ফাঁড়ির পুলিশ পৌঁছে ভাঙচুরের ঘটনায় ৩ জনকে আটক করে বলে জানা গিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş