শিলিগুড়ি, ২২ এপ্রিলঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে নবজাতক শিশু চুরির ঘটনার পর প্রসূতি বিভাগে বাড়ানো হল নিরাপত্তা।প্রসূতি বিভাগে এক মহিলা সহ দুজনকে নিরাপত্তা কর্মী হিসেবে মোতায়ন করা হয়েছে।
জানা গিয়েছে, বর্তমানে বিনা টিকিটে এবং নির্ধারিত সময় ছাড়া প্রসূতি বিভাগে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।পাশাপাশি রোগীর পরিবার পরিজনদের জিজ্ঞাসাবাদ করেই যেতে দেওয়া হচ্ছে।প্রসূতি বিভাগের বাইরে সিসিটিভি ক্যামেরাও ঠিক করা হচ্ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে নবজাতক শিশু চুরির ঘটনা ঘটে।ঘটনার পর এখনও অবধি শিশুটি উদ্ধার হয়নি।এদিকে ঘটনার পরই নড়েচড়ে বসেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।তবে এই ঘটনার পর উঠছে একাধিক প্রশ্ন।রোগীর আত্মীয়রা জানান, বর্তমানে মেডিক্যালে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।প্রথম থেকে এই নিরাপত্তা ব্যবস্থা থাকলে শিশু চুরির ঘটনা ঘটতো না।