শিলিগুড়ি, ২৬ এপ্রিলঃ মা ক্যান্টিনের পর এবারে চালু হল ‘খাদ্য ছায়া’ ক্যান্টিন।যেখানে স্বল্পমূল্যে মিলবে সুষম খাবার।বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে খাদ্যছায়া ক্যান্টিনের উদ্বোধন হল।এই প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রোগী ও তার আত্মীয় সহ সাধারণ মানুষের মুখে স্বল্পমূল্যে সুষম খাবার তুলে দিতে রাজ্য সরকার চালু করেছিল মা ক্যান্টিন।এই পরিষেবার মধ্য দিয়ে উপকৃত হয়েছেন বহু মানুষ।এবার এই প্রকল্পকে আরও ভালোভাবে বাস্তবায়িত করতে খাদ্যছায়া প্রকল্পের মধ্য দিয়ে সুষম খাবার প্রদানের ভাবনা নেয় রাজ্য সরকার।বুধবার এই প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে খাদ্যছায়া ক্যান্টিন চালু করা হল।উদ্বোধনে উপস্থিত ছিলেন মাটিগাড়া ১ নম্বর অঞ্চলের প্রধান কৃষ্ণ সরকার সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকেরা।
এই বিষয়ে প্রধান কৃষ্ণ সরকার জানান, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা দ্বারাই পরিচালিত হবে এই খাদ্য ছায়া ক্যান্টিন।এখানে রোগী বা রোগীর পরিজনরা সহ সাধারণ মানুষ স্বল্পমূল্যে খাবার খেতে পারবেন।
