শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ মেডিক্যাল ও হাসপাতালে ট্রলি এবং হুইলচেয়ার নিয়ে রয়েছে সমস্যা।দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না ট্রলি বা হুইলচেয়ার।পাওয়া গেলেও নেই পরিবহন করে নিয়ে যাওয়ার লোক।যেকারণে বিপাকে পড়ছেন দুর দূরান্ত থেকে আসা রোগী ও রোগীর পরিজনেরা।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দূরদূরান্তের বহু মানুষ চিকিৎসা করাতে আসেন।মেডিক্যালে রয়েছে স্ট্রেচার, ট্রলি ও কর্মীর অভাব।চিকিৎসা পরিকাঠামো একপ্রকার ভেঙে পড়েছে।বিভিন্ন সময়ে উঠছে অব্যবস্থার অভিযোগ।দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির রাজ্য সরকারের প্রতিনিধি গৌতম দেব।কিন্তু এরপরও হয়নি সুরাহা।দিনের পর দিন বাড়ছে ভোগান্তি।এদিন মেডিক্যাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রোগীর পরিজনেরা।
রোগীর পরিজনরা জানান, প্রায় এক থেকে দুই ঘন্টা লাইনে দাঁড়ানোর পরও মিলছে না ট্রলি বা হুইলচেয়ার।পেলেও তা পরিবহন করে নিয়ে যেতে হয় আমাদের।এরফলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান অনেকে।
অন্যদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক জানান, প্রচুর সংখ্যক রোগী আউটডোরে ডাক্তার দেখাতে আসেন।তাদের চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণে ট্রলি বা হুইলচেয়ার নেই। বিভিন্ন ওয়ার্ডে গ্রুপ ডি এর কর্মীর সংখ্যা কম রয়েছে।রোগীর সংখ্যা অনেক বেশি থাকার ফলে রোগীর পরিজনদেরই ট্রলি টানতে হচ্ছে বলে জানান তিনি।