উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন অব্যাহত

শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ ১০ দফা দাবীতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন ও বিক্ষোভ আন্দোলন এখনও অব্যাহত।


গত রবিবার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা অনশন বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে।এরপর সোমবার থেকে আমরণ অনশনে বসেন ২ জন জুনিয়র চিকিৎসক সৌভিক ব্যানার্জি ও অলোক কুমার ভার্মা।আজ তাদের সঙ্গে প্রতীকী অনশনে যোগ দিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুই প্রাক্তনী ডঃ রাজ বর্মন ও ডঃ সুশ্রীসঙ্গীতা জানা।

অনশন বিক্ষোভ কর্মসূচি চললেও রোগী পরিষেবা স্বাভাবিক রাখতে কাজ করছেন অন্যান্য জুনিয়র চিকিৎসকেরা।যতদিন পর্যন্ত তাদের দাবি-দাওয়া পূরণ না হচ্ছে ততদিন এই অনশন কর্মসূচি চলবে বলে জানান তারা।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *