শিলিগুড়ি, ১৮ আগস্টঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এসএনসিইউ ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা।আজ ভোরের দিকে সেখানে একটি ফ্যানের রেগুলেটর থেকে আগুন লাগে বলে জানা গিয়েছে।তৎক্ষণাৎ এসএনসিইউ-তে থাকা ৫৬ জন শিশুকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর পেয়েই ছুটে আসেন সেইসকল শিশুদের পরিবারের সদস্যরা।নার্সিং স্টাফদের সহযোগিতায় শিশুদের অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।তবে এই অগ্নিকান্ডের ঘটনায় কেউ জখম হননি।ঘটনার খবর দেওয়া হয় দমকল বিভাগকে।যদিও দমকলকর্মীরা আসার আগেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরাই।
এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডঃ কৌশিক সমাজদার বলেন, যান্ত্রিক গোলযোগের কারণেই এই আগুন লাগে।হাসপাতালের কর্মীরা সতর্ক থাকায় ওই ৫৬ জন শিশুকে তৎক্ষণাৎ সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।সেখানেই তাদের চিকিৎসা চলছে।গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।