শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং কিংবা ডুয়ার্সে লাটাগুড়ি, গরুমারা যাওয়ার প্ল্যান করেছেন? কিন্তু বাঁধ সাধছে গাড়ি ভাড়া। এবার সেই সমস্যাও দূর হতে চলেছে। কারণ সহজেই মিলবে সরকারি বাস। সেই বাসে চড়েই ট্যুরিস্ট স্পট গুলিতে অল্প ভাড়াতেই পৌঁছে যেতে পারবেন যাত্রী কিংবা পর্যটকেরা।কয়েকদিনের মধ্যেই শিলিগুড়ি থেকে পাহাড় ও ডুয়ার্সের নানা ট্যুরিস্ট স্পটগুলির রুটে বাস চালাবে এনবিএসটিসি।
বৃহস্পতিবার শিলিগুড়িতে এনবিএসটিসি ডিপো, তেনজিং নোরগে বাসস্ট্যান্ড পরিদর্শনে আসেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায়।শিলিগুড়িতে কীভাবে এনবিএসটিসি’কে লাভের মুখ দেখানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
এদিন চেয়ারম্যান জানান, পর্যটনের সঙ্গে যুক্ত দক্ষদের সঙ্গে আমরা আলোচনা করবো।বিভিন্ন রুটে বাস বন্ধ রয়েছে।সেই রুটগুলিতে বাস চালানো হবে।এছাড়া শিলিগুড়ি থেকে পাহাড় ও ডুয়ার্সের জন্য বাস চলবে।অন্যদিকে গ্যাংটক, দার্জিলিঙ রুটেও বাসের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে।