‘সর্দি-কাশি থাকলে বাস যাত্রা নয়’- যাত্রীদের অনুরোধ NBSTC এর

শিলিগুড়ি, ১৬ মার্চঃ করোনার থাবা বিশ্বজুড়ে। ভারতেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।এই অবস্থায় সতর্ক সকলেই।এই তালিকায় এবার যোগ হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাও।’সর্দি, কাশি জ্বর থাকলে বাসে উঠবেন না।যান হাসপাতালে।’প্রতিটি বাসে পোস্টার লাগিয়ে এমনই আবেদন রাখতে চলেছে কর্তৃপক্ষ।


ইতিমধ্যেই দূরপাল্লার বাস চালক ও কন্ডাকটরদের মাক্স ও হ্যান্ড গ্লাভস দেওয়া শুরু হয়েছে।এছাড়াও কন্ডাকটরদের বলা হয়েছে অসুস্থ যাত্রী দেখলেই তাদের অনুরোধ করতে হবে বাসে না উঠে হাসপাতালে যেতে।

এদিকে শিলিগুড়ি ডিপোতে বিভিন্ন বাস পৌছাতেই সেই বাসগুলিকে বিশেষভাবে ধোয়া হচ্ছে ও বাসগুলিকে জীবাণমুক্তও করা হচ্ছে। এনবিএসটিসি এর আধিকারিক শ্যামল সরকার জানান, যাত্রীদের নানাভাবে সচেতন করা হচ্ছে।সকলকে অনুরোধ করা হচ্ছে সর্দি, কাশি, জ্বর থাকলে বাসে উঠতে না।এছাড়াও সকলকে মাক্স দেওয়া হয়েছে।চালক ও কন্ডাকটরদের বলা হয়েছে স্যানিটাইজার ব্যবহার করতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELgrandpashabet giriş