বাসের সমস্ত তথ্য জানা যাবে ওয়েবসাইটে, নতুনরুপে হল NBSTC এর ওয়েবসাইটের উদ্বোধন

কোচবিহার, ২৪ জানুয়ারিঃ মঙ্গলবার এনবিএসটিসি এর নতুন ওয়েবসাইটের উদ্বোধন করলেন সংস্থার চেয়ারম্যান  পার্থপ্রতিম রায়।এখন থেকে ডিপো থেকে কখন বাস ছাড়বে তা ওয়েবসাইটের মাধ্যমেই জানা যাবে।পাশাপাশি খুব শীঘ্রই অনলাইনে দূর পাল্লার বাসের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।


রাজ্যের বিভিন্ন জেলায় পরিষেবা দিয়ে আসছে এনবিএসটিসি।বর্তমানে ৬০০ এর বেশি বাস রাস্তায় চলাচল করে।এতদিন সংস্থার নিজস্ব ওয়েবাসাইট nbstc.in থাকলেও সেখানে কোনো তথ্য ছিল না।এরফলে যাত্রীদের বিভিন্ন সমস্যা হতো।সেই অসুবিধা দূর করতে পুরোনো ওয়েবসাইটকে নতুন করে তৈরি করে আজ উদ্বোধন করা হল।

নতুন এই ওয়েবসাইটে ডিপো অনুযায়ী কোন গাড়ি কোন রুটে চলে, ডিপোর ফোন নম্বর, কর্মী সংখ্যা, পর্যটন, আধিকারিকদের ফোন নম্বর সহ সমস্ত তথ্যই পাওয়া যাবে।পাশাপাশি সমস্ত কিছু অনলাইন ও ই টিকিট সিস্টেম চালু করা হচ্ছে।এরফলে ট্রেনের মত ঘরে বসেই দূর পাল্লার বাসের টিকিট কাটতে পারবেন পারবেন যাত্রীরা।আগামী ৩ মাসের মধ্যে এই সিস্টেম চালু হবে।এছাড়া বহরমপুর – কোলকাতা রুটে CNG বাস চালানো হবে- এমনটাই জানিয়েছে চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।


 

One thought on “বাসের সমস্ত তথ্য জানা যাবে ওয়েবসাইটে, নতুনরুপে হল NBSTC এর ওয়েবসাইটের উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELcasibom girişcasibom