একাধিক দাবীতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান এআইডিএসও এর

শিলিগুড়ি, ৪ মার্চঃ চার বছরের ডিগ্রি কোর্স বাতিল, গনতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা, পঠন পাঠন সংক্রান্ত সকল ক্ষেত্রে খরচ কমানো, কলেজের পরিকাঠামো উন্নয়ন ও অধ্যাপক নিয়োগ, মাতৃভাষাতে প্রশ্নপত্র লেখা, নির্দিষ্ট সময়ে সেমিস্টার, স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান এআইডিএসও এর।  


এদিন মিছিল করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যায় এআইডিএসও এর নেতা কর্মী সমর্থকেরা।যদিও গেটের সামনেই মিছিল আটকে দেয় পুলিশ।পুলিশের বাঁধার মুখে পড়ে রাস্তার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আধিকারিককে স্মারকলিপি প্রদান করে এআইডিএস‌ও নেতা কর্মীরা।

সংগঠনের ‌রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, আমাদের বাঁধা দেওয়া হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের আধিকারিকক রাস্তায় এসে স্মারকলিপি নিয়েছেন।এটাই নৈতিক জয়।


অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি প্রবেশ হবে না বলে মত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডঃ নুপুর দাসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *