শিলিগুড়ি, ৩ ডিসেম্বরঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি সংস্থার হাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে।এই অভিযোগ তুলে সরব হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চ।
শনিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চের প্রতিনিধিরা।এদিন সংগঠনের সভাপতি নিখিলেশ রায় বলেন, সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।ওই বৈঠকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমির একাংশ বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।কিন্তু কোনভাবেই জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে না।যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার হয় তাহলে তা জনসমক্ষে জানানো উচিত ছিল।আমরা কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের জমি বিক্রি হতে দেব না।
আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা।