শিলিগুড়ি, ১৫ মার্চ: আজ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রামকৃষ্ণ হল অফ রেসিডেন্সে বন্ধ করা হয়েছে মেস পরিষেবা। মেস পরিষেবা বন্ধ করে দেওয়ায় সকাল থেকেই বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা।
অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। উপাচার্য না থাকায় রেজিস্ট্রার সহ ফিনান্স অফিসার ও একাধিক উচ্চপদ শূন্য। পদ শূন্য থাকায় আর্থিক সংকটে পড়ে মেস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হোস্টেল কর্তৃপক্ষ।এরফলে সমস্যায় পড়েছেন পড়ুয়ারা।
এই কারনে এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে মেস পরিষেবা স্বাভাবিক করার দাবিতে ক্ষোভে ফেটে পড়েন আবাসিক শিক্ষার্থীরা। আগামীদিনে পরিষেবা স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি শিক্ষার্থীদের।