শিলিগুড়ি, ৩ আগস্টঃ এবিভিপির বিক্ষোভ ঘিরে ফের একবার উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।
নিয়োগ দুনীতি সহ পার্থ চট্টোপাধ্যায়ের গবেষণা শাস্ত্র বাতিলের দাবিতে বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বরগেটের সামনে অবস্থান বিক্ষোভ করে এবিভিপি সদস্যরা।তবে গতকাল একই দাবিতে বিজেপির বিক্ষোভের পর এদিন এবিভিপির বিক্ষোভ ঘিরে প্রস্তুত ছিল পুলিশ।গেটের সামনে করে দেওয়া হয়েছিল ব্যারিকেড।এদিন বিক্ষোভ করে ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে এবিভিপি এর সদস্যরা।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।শুরু হয় পুলিশ ও এবিভিপি কর্মীদের মধ্যে হাতাহাতি।ঘটনায় আটক করা হয় ৯ জন এবিভিপি কর্মীকে।
অন্যদিকে গেটের অপর পাশ থেকে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছাত্র পরিষদ।তৃণমূল ও এবিভিপির মধ্যে হাতাহাতি, শ্লোগান ও পাল্টা শ্লোগানে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর।