শিলিগুড়ি, ৫ ডিসেম্বরঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে এবারে বিশ্ববিদ্যালয়ে সামনে বিক্ষোভ দেখালো এবিভিপি।এদিন বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন এবিভিপি’র সদস্যরা।এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি সংস্থাকে হস্তান্তর বাতিল না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে প্রয়োজনে রক্ত দেব সিঙ্গুর নন্দীগ্রাম হবে।এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এবিভিপি’র নেতৃত্বরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল।
তবে জমি হস্তান্তর হচ্ছে না এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।