শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বরঃ ৯০ ঘন্টার বেশি সময় ধরে উপাচার্যহীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ বিক্ষোভ দেখালো সিপিআইএম।
প্রসঙ্গত, গত চারদিন ধরে সিবিআইয়ের হেফাজতে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য।এই কারণে এদিন উপাচার্যের অপসারনের দাবীতে বিক্ষোভ সভার আয়োজন করে সিপিআইএম ।এদিন মিছিল করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান সিপিআইএম কর্মী সমর্থকেরা।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।এদিনের বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক সমন পাঠক, সিটু সভাপতি গৌতম ঘোষ, তাপস সরকার সহ অন্যান্যরা।
অবিলম্বে উপাচার্যকে পদত্যাগ করতে হবে, দ্রুত পদত্যাগ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন নামা হবে বলে জানান সিটু সভাপতি গৌতম ঘোষ।