শিলিগুড়ি, ১৪ আগস্টঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুতে তোলপাড় রাজ্যের শিক্ষা রাজনীতি।
স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও হোস্টেলে সুরক্ষা ও পঠন পাঠন সুষ্ঠু এবং গনতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান বিক্ষোভ ও মিছিল করল এআইডিএসও।
এদিন অবস্থান বিক্ষোভে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কটাক্ষ করেন সংগঠনের সদস্যরা।এআইডিএসও এর ইউনিট সভাপতি দীপ সাহা বলেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও র্যাগিং হয় কিন্তু এখানকার অনেক শিক্ষার্থী তা প্রকাশ করতে পারে না তাদের মুখ বুজে সহ্য করতে হয়।প্রতিষ্ঠান ও সরকারকে আরও কঠোর হতে হবে মত তাঁর।